ক্রাইম পেট্রোল ডেস্ক>> নারায়ণগঞ্জের বন্দরে সম্পত্তি লিখে না দেয়ায় মাকে পিটিয়ে আহত করেছে ছেলে আবু নাঈম (২৫)। একই কারণে মাকে প্রাণনাশেরও হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় আহত মা মাসুদা বেগম রোববার বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।আবু নাঈম বন্দরের দাসেরগাঁ এলাকার মৃত রেজাউল করিমের ছেলে।
মাসুদা বেগম জানান, সম্পত্তি লিখে না দেয়ায় শুক্রবার ছেলে আবু নাঈম ও ছেলের বউ তাকে বেধরক পিটিয়ে আহত করে এবং হত্যার হুমকি দেয়।ছেলে আবু নাঈম ও তার স্ত্রী আশামনি সম্পত্তি লিখে দেয়ার জন্য চাপ সৃষ্টি করে। লিখে দিতে অস্বীকার করলে তারা আমার ওপর নির্যাতন শুরু করে।
তিনি আরও বলেন, ৮ মাস আগে ছেলে আবু নাঈমকে সোনারগাঁ থানার কাইকারটেক মিনিপাড়া এলাকায় বিয়ে করাই। বিয়ের পর থেকে স্ত্রীর প্ররোচনায় ছেলে আবু নাঈম সম্পত্তি লিখে নেয়ার জন্য আমাকে চাপ দিতে থাকে।