পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে ঝিনাইদহে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে ঝিনাইদহে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে শহরের কালিকাপুর আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। এসময় সদর থানার সেকেন্ড অফিসার এস আই প্রবীর কুমার, এস আই কবির হোসেন, এ এস আই মাহমুদুর রহমান, মিঠু মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম হাফিজুল আজাদ, ম্যানেজিং কমিটির সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ, শিক্ষক-অভিভাবক কমিটির সভাপতি বদর আলী মন্ডল, সহকারী শিক্ষক শাহানাজ বেগমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় শিক্ষার্থীদের সকল প্রকার অন্যায় অপরাধ থেকে দূরে থেকে সমাজ ও জাতি গঠনে কাজ করার জন্য পড়াশুনার পাশাপাশি সামাজিক কর্মকান্ডে অংশ নেওয়ার আহ্বান জানান বক্তারা।