পাবনা প্রতিনিধি :
পাবনার সুজানগরের রাইপুর-মাছপাড়া সড়ক এবং সড়কের ব্রিজের রেলিং ভেঙ্গে যাওয়ায় দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান দু’টি হলো উপজেলার রাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রাইপুর হাফিজিয়া মাদ্রাসা।
জানা যায়, ৯০’র দশকের দিকে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অর্থায়নে রাইপুর-মাছপাড়া সড়কটি পাকা করা হয়। সড়কটি দিয়ে ওই দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী ছাড়াও রাইপুর এবং মাছপাড়া গ্রামের শত শত লোকজন যাতায়াত করে। পাশাপাশি এলাকার কৃষকরাও ওই একমাত্র সড়ক দিয়ে তাদের কৃষি পণ্য ঘরে তোলে। অথচ দীর্ঘদিন সড়কটির কার্পেটিং উঠে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। তাছাড়া সড়কের ওপর নির্মিত ব্রিজের রেলিংও ভেঙ্গে গেছে। এতে সড়ক এবং ব্রিজের ওপর দিয়ে যাতায়াতে বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীদের পাশাপাশি এলাকাবাসীর সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ভুক্তভোগী এলাকাবাসীরা জানায়, সড়কের পাশাপাশি ব্রিজের রেলিং ভেঙ্গে যাওয়ায় যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। ব্রিজটির ওপর দিয়ে চলতে গিয়ে যেকোনো মুহূর্তে ট্রাক, মাইক্রোবাস এবং নছিমনসহ অন্যান্য যানবাহন দুর্ঘটনায় পতিত হতে পারে।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী বাকিবিল্লাহ বলেন ,শিগগিরই সড়কটি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।