
ক্রাইম পেট্রোল ডেস্ক >> নারায়নগঞ্জে ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী দুই প্রতারকে প্রাইভেটকারসহ গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ । এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় পুলিশ বাদী হয়ে গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, আসলাম আলী (৩০), এবং সাইফুল ইসলাম টুটুল (৫৪)।
পুলিশ জানায়, ফতুল্লা মডেল থানা পুলিশ গত শুক্রবার (২৪ মে) ভূইগড় রূপায়ণ টাউনের সামনে লিংক রোডে অবস্থান করার সময় একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দেয়। ওই গাড়ির চালক না থামিয়ে দ্রুত চলে যায়। এ সময় থানা পুলিশ তাদের পিছু নেয়।
এক পর্যায় কাজীবাড়ি বাসস্ট্যান্ড পর্যন্ত গেলে ওই গাড়ি থেকে তিনজন দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় দুইজনকে আটক করা গেলেও একজন পালিয়ে যায়। গাড়ি তল্লাশি করে তাদের জ্যাকেট পড়া অবস্থায় পাওয়া যায় তাতে লেখা ছিল নারায়ণগঞ্জ ডিবি।আএরা দীর্ঘদিন এই জ্যাকেট পরে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে নানা জায়গায় অপরাধ করে আসছিল।
গ্রেফতাররা ঢাকা-নারায়ণগঞ্জসহ শহরের আশপাশ এলাকায় প্রতারণার কথা স্বীকার করেছে।