ক্রাইম পেট্রোল ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন মন্ত্রিসভার সদস্যদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ।
সোমবার সকাল ১০টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হওয়া একাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি এ আহ্বান জানান ।
বৈঠকের শুরুতে সদ্য প্রয়াত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের প্রতি সরকারের যে দায়িত্ব, তা গুরুত্বের সঙ্গে পালন করতে হবে। সিনসিয়ারিটি অব পারপাস এবং অনেস্টি অব পারপাস—এ দুটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মন্ত্রিপরিষদ সবসময় এ কথাটি মনে রেখে যে কাজটি করবেন, সেটি নিষ্ঠা ও সততার সঙ্গে করবেন।
শেখ হাসিনা বলেন, যে অগ্রযাত্রা আমরা শুরু করেছি, সেটি আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের আগে যে মন্ত্রিসভা ছিল, আমরা যে কাজগুলো করতে পেরেছিলাম, বিগত সরকারের আমলে আমরা যে কাজগুলো শুরু করেছিলাম, সেই কাজের ধারাবাহিকতা বজায় রেখে চলতে হবে এবং দেশকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি কাজ নিষ্ঠার সঙ্গে করতে হবে, এ কথাটি মনে রাখতে হবে। জনগণের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য রয়েছে। সেই কর্তব্য পালন করতেই আমরা এখানে এসেছি। সততার সঙ্গে কাজ করলে সততার শক্তি অপরিসীম। সেটি আমরা বারবার প্রমাণ করতে সক্ষম হয়েছি।