মোঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি।।২১ আগস্ট ২০২৫ ইং তারিখ রোজ বৃস্পতিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক, মোঃ আলমগীর হোসেন-এর নেতৃত্বে, ডিএনসি দিনাজপুরের এক চৌকস অভিযানিক টিমের সদস্যদের সহযোগিতায় এবং গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার বিরল উপজেলার ৭ নং বিজোড়া ইউনিয়নের পরিষদের অন্তর্গত ৬ নং ওয়ার্ডের শ্রীকৃষ্ণপুর বাবুপাড়া এলাকার মোঃ আব্দুর রাজ্জাক এর পুত্র মোঃ রফিকুল ইসলাম (রকি) এর বাড়ি তল্লাশি করে ২২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ২২১ পিস ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য দেখানো হয়েছে ৩৬ হাজার ৩০০ টাকা।
পরবর্তীতে মোঃ রফিকুল ইসলাম (রকি)-কে আসামী করে দিনাজপুর জেলার বিরল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় বিরল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এই অভিযানের বিষয় সম্পর্কে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ রাকিবুজ্জামান।