মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুরে আলিফ ফাউন্ডেশনের উদ্যোগে ৭ নভেম্বর ২০২৫ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় ইসলামিক স্টাডিজ অলিম্পিয়াড-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠিত ইসলামিক স্টাডিজ অলিম্পিয়াড ২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিফ ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা মোঃ সিরাজুস সালেহীন।
অনুষ্ঠানে আলিফ ফাউন্ডেশন এর আহবায়ক মোঃ কামরুল হাসান রাসেল -এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিফ ইন্টারন্যাশনাল মাদরাসার অধ্যক্ষ মোঃ সাদাকাত আলী খান।এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আলিফ ফাউন্ডেশন এবং আলিফ ইন্টারন্যাশনাল মাদরাসার পরিচালনা পর্ষদ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
ইসলামিক স্টাডিজ অলিম্পিয়াড ২০২৫ দুই গ্রুপে অনুষ্ঠিত হয়েছে ক গ্রুপ তৃতীয় শ্রেণি ও চতুর্থ শ্রেণি খ গ্রুপ পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে। ইসলামিক স্টাডিজ অলিম্পিয়াড ২০২৫ এর প্রথম পুরস্কার অর্জনকারীকে ৫ হাজার টাকা পুরস্কার ও সম্মাননা, দ্বিতীয় পুরস্কার ৩ হাজার টাকা ও সম্মাননা, তৃতীয় পুরস্কার ২ হাজার টাকা ও সম্মাননা, চতুর্থ পুরস্কার ১ হাজার ৫ শত টাকা এবং পঞ্চম পুরস্কার ১ হাজার টাকা ও সম্মাননা প্রদান করা হবে।
এছাড়াও এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদের সনদপত্র প্রদান করা হবে। অনুষ্ঠিত এ সকল প্রতিযোগিতার পুরস্কার আগামী ১৫ নভেম্বর ২০২৫ শনিবার দিনাজপুর শিল্পকলা একাডেমির মিলনায়তনে প্রদান করা হবে।


















