কামরুল হক চৌধুরী : কুমিল্লার দাউদকান্দি উপজেলার ১০৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরণ করা হয়েছে। আজ ১৭ এপ্রিল বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা শিক্ষা অফিসার নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দাউদকান্দি পৌরসভার প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, সাংবাদিক হাবিবুর রহমান, কামরুল হক চৌধুরী এবং শিক্ষক সমিতির নেতা কামরুল হাসান ভূঁইয়া প্রমুখ।
প্রধান অতিথি সুবিদ আলী ভূঁইয়া তার বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে বলেন- যে জাতি যত শিক্ষিত, সে জাতি ততো উন্নত। শিক্ষা ছাড়া কেউ উন্নতি করতে পারেনা। সরকার শিক্ষার মানোন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিয়ে যাচ্ছে। এটাকে পুরোপুরি কাজে লাগানো আপনার, আমার সকলেরই দায়িত্ব।।