কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে চাঁ’দাবাজির মামলার আসামি গ্রেফতার না হওয়ায়
প্রা’ণনাশের হু’মকিতে আ’তঙ্কে দিন কাটাচ্ছেন উপজেলার গৌরীপুর বাজারের ব্যবসায়ী ইকরাম হোসেন।
আজ বুধবার (৬সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় গৌরীপুর বাজারস্থ তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’ এ আয়োজিত এক সংবাদ সম্মলনে তিনি এ অভিযোগ করেন। এসময় ব্যবসায়ী ইকরাম হোসেন নিজ জীবনের নিরাপত্তার জন্য প্রশাসনের নিকট দাবি জানান।
লিখিত বক্তব্যে ব্যবসায়ী ইকরাম জানান, ‘গৌরীপুর ইউনিয়নের আঙ্গাউড়া গ্রামের মোস্তাক মাস্টারের ছেলে মোঃ হানিফ মিয়ার কাছ থেকে এক বছর আগে সাবকবলা দলিলের মাধ্যমে ৩৭ শতাংশ জমি ক্রয় করি। ক্রয়কৃত জমিটি ভরাট করে র্নিমাণকাজ করতে গেলে হানিফ মিয়া তার লোকজন নিয়ে বা’ধা দেয়। এর কারণ জানতে চাইলে সে বলে, ‘আগে কমদামে বিক্রি করেছি, এখন আরো ৫০লাখ টাকা দিতে হবে। না হলে এখানে কাজ করা যাবেনা।’ এ নিয়ে সে আমাকে বিভিন্নভাবে হু’মকি দিয়ে আসছে। আমি অসহায় হয়ে আইনের আশ্রয় নেই। চাঁ’দা চাওয়ায় ও জীবনের নিরাপত্তা চেয়ে গত ১৯ আগস্ট দাউদকান্দি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করি। ২২ আগস্ট অভিযোগটি মামলা আকারে রুজু করা হলেও পুলিশ তাকে গ্রেফতার না করায় অনবরত বিভিন্নভাবে আমাকে হু’মকি দিয়ে আসছে হানিফ।’
তিনি হানিফের হু’মকি ধা’মকি থেকে রক্ষা পেতে মিডিয়ার মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গৌরীপুর বাজারের ব্যবসায়ী মাজারুল সরকার, জিয়ারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজ উদ্দিন, সৌদিয়া গার্মেন্টসের মালিক রিপন, ব্যবসায়ী নাসির উদ্দিন ও বাবু সরকার প্রমূখ।
অভিযুক্ত হানিফ বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমি ইকরামের নিকট টাকা পাওনা। টাকা চাইতে গেলে তার সাথে আমার বা’ক-বিতন্ডা হয়।
এ বিষয়ে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান বলেন, ‘ব্যবসায়ী ইকরাম হোসেনের অভিযোগের ভিত্তিতে হানিফের নামে একটি চাঁ’দাবাজি মামলা নেয়া হয়েছে। তাকে গ্রেফতার অভিযান চলছে।’