আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারী ডোমার হরিণচড়ায় পুরাতন এলাহী জামে মসজিদের দ্বি-তল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
উত্তর হরিণচড়া যুব কল্যান পরিষদ, মসজিদ কমিটি ও এলাকাবাসী আয়োজিত ১৯ এপ্রিল শুক্রবার বাদজুম্মা ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান। পরে এক সংক্ষিপ্ত আলোচনায় ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব আফিজ উদ্দিন, আশরাফ আলী, মকবুল হোসেন, সমাজ সেবক ও ঠিকাদার রাসেল রানা, ইউপি সদস্য মাহাবুব আলম, সাবেক ইউপি সদস্য ইলিয়াছ হোসেন, আ’লীগ নেতা আজিজুল হক, আরিফুর রহমান মিলন পাটোয়ারী, সমাজ সেবক ফিরোজ আল মামুন, যুবলীগ নেতা মাহামুদুল হসান রাশেদ প্রমূখ। এ ছাড়াও মসজিদ কমিটির সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী বক্তব্য রাখেন। শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন উক্ত মসজিদের পেশ ঈমাম হাফেজ মোঃ রবিউল ইসলাম।