আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারী ডোমার উপজেলা পরিষদ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে বুধবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, ডোমার পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) জয়ব্রত পাল, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, বেগম রৌশন কানিজ, ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, ওসি মোকছেদ আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরননবী, পৌর কমান্ডার ইলিয়াছ হোসেনসহ উপজেলার সকল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও সুধীজন ইফতার মাহফিলে অংশনেয়। আলোচনা শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত করা হয়।