আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে স্কুল ছাত্র সুমন নিখোঁজ, সন্ধান চায় তার পরিবার। নিখোঁজ হবার প্রায় ১মাস অতিবাহিত হলেও তার সন্ধান না পাওয়ায় হতাশাগ্রস্ত হয়ে পড়েছে সুমনের পরিবার।
থানা সূত্রে জানা যায়, উপজেলার গোমনাতী ইউনিয়নের উত্তর গোমনাতী মাঝিয়ালী পন্ডিত পাড়া গ্রামের দিন মজুর দুলাল হোসেনের ছেলে আমবাড়ী বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র মোঃ সুমন (১২)। মায়ের সাথে অভিমান করে গত ২১জুন বিকালে বাড়ী থেকে বেড়িয়ে যায়। সেই থেকে সুমন আর বাড়ী ফিরেনি। নিখোঁজ হবার প্রায় ১ মাস অতিবাহিত হলেও তার কোন সন্ধান না পেয়ে পরিবারের লোকজনের মাঝে হতাশার সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে ওই ছাত্রের পিতা দুলাল হোসেন ২৬জুন ডোমার থানায় একটি সাধারণ ডায়েরি নং-১১৩০ দায়ের করেন। ছেলেটির উচ্চতা ৪ফুট ৫ইঞ্চি, শরীরের গঠন হালকা, গায়ের রং কালো, হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল নীল রঙ্গের হাফ হাতা গেঞ্জি ও নীল রঙ্গের ফুলপ্যান্ট । কোন স্ব-হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে ডোমার থানার ডিউটি অফিসার-০১৭৬৯-৬৯৫৩৪৬ নম্বরে জানাতে অনুরোধ করেন সুমনের পরিবার।