আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে পূর্ব শত্রুতার জের ধরে এক কৃষকের গাছ কেটে বসত ভিটায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।ঘটনাটি ঘটেছে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের নিজ ভোগডাবুড়ী ডাঙ্গাপাড়া গ্রামে।
মামলা সূত্রে জানা যায়, উক্ত গ্রামের মৃত ছলেমান আলীর ছেলে রশিদুল ইসলামের সাথে প্রতিবেশী মৃত আমিনারের ছেলে আরিফ ও মৃত উছাহাক আলীর ছেলে মজিবর ও মজিবুল ইসলামের জমি জমা নিয়ে দীর্ঘদিন যাবত বিজ্ঞ আদালতে মামলা মোকদ্দমা চলে আসছে। এরই ধারবাহিকতায় শত্রুতার জেরে ঘটনার দিন ১৬জুন রবিবার সকালে আরিফ তার দলবল নিয়ে রশিদুলের লাগানো বাঁশ, আম, কাঁঠাল, লিচু, সুপারীসহ অন্যান্য জাতের ৫০টি গাছ কেটে দেয় এবং ঘরের বেড়া ভাংচুর করে বাদাম ও চালের বস্তা লুটপাট করে বলে অভিযোগ উঠেছে। এ বিষয় নিয়ে দ্বন্দ্বের এক পর্যায়ে মঙ্গলবার দুপুরে আবারো রশিদুলের বাড়ীতে হামলা চালিয়ে বসত বাড়ীতে অগ্নি সংযোগ করে দুর্বৃত্তরা। এতে করে রশিদুলের একটি ঘর পুড়ে ছাঁই হয়ে যায় এবং সব মিলে প্রায় ৭/৮লক্ষ টাকার ক্ষতি সাধন হয় বলে ভুক্তভুগী জানান। এ বিষয়ে রশিদুল বাদী হয়ে আরিফকে প্রধান আসামী করে ১৯জনের বিরুদ্ধে ডোমার থানায় মামলা নং-১৫, তারিখ-১৮/০৬/১৯ দায়ের করে।
এ বিষয়ে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম জানান, ঘটনার দিন পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুরো ২দিন এলাকায় পুলিশ মোতায়েন ছিল। রশিদুল মামলা করেছে, তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।