আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারী ডোমারে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০১৯ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“সমতা ও সংহতিনির্ভর, সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবা” এ প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত, ল্যাম্ব-প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় ৭ এপ্রিল রবিবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর হতে এক বর্ণাঢ্য র্যালী এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কমপ্লেক্স হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রায়হান বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মেহেফুজ আলী। বিশেষ অতিথি হিসেবে ল্যাম্ব শো প্রকল্পের টেকনিক্যাল কোর্ডিনেটর জীবন কুমার পোদ্দার, ফিল্ড কোর্ডিনেটর এডওয়ার্ড বিশ্বাস, ইএসডিও “জানো” প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর, রওনক লায়লা, আমানুর রহমান, আফরোজা আক্তার, রোকসানা বেগম প্রমূখ বক্তব্য রাখেন। দিবসটি ল্যাম্ব শো প্রকল্পের আওতায় উপজেলার ১০টি ইউনিয়নে সপ্তাহব্যাপী কর্মসূচীর মধ্যে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরিচর্যা, মা ও শিশুর চিকিৎসা সেবা, নব দম্পত্তিদের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে বলে কর্তৃপক্ষ জানান ।