আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমার থানার নবাগত ওসি মোস্তাফিজার রহমানের যোগদান ও মোকছেদ আলী’র বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১মার্চ) সন্ধ্যায় ডোমার থানা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন ডোমার থানা। ওসি (তদন্ত) বিশ্বদেব রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) জয়ব্রত পাল। বিশেষ অতিথি হিসেবে উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরন নবী, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুল ইসলাম, প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়ন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ময়নুল হক মনু, পৌর কাউন্সিলর আখতারুজ্জামান সুমন, ডোমার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান মানিক উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এ ছাড়াও অন্য্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন এসআই গোলাম মোস্তফা, মোকছেদুল আলম, কনস্টেবল সজিব মিয়া প্রমুখ। এ সময় ডোমার রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সভাপতি আসাদুজ্জামান হিল্লোলসহ সকল সদস্যগণ নবাগত ও বিদায়ী ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, ডোমার থানায় অফিসার ইনচার্জ হিসেবে মোকছেদ আলী ২৬/০২/১৭ সালে যোগদান করে। বিগত ২বছর চাকুরী জীবনে ডোমারে মাদক, জুয়া ও জঙ্গী দমনে বিশেষ ভুমিকা রাখায় নীলফামারী জেলায় শ্রেষ্ঠ ওসি হিসেবে আইজিপি পদকে ভুষিত হন। তার বিদায় লগ্নে অনেককেই অশ্রুসিক্ত নয়নে দেখা গেছে। নবাগত ওসি মোঃ মোস্তাফিজার রহমান যোগদান কালে বলেন, বিদায়ী ওসি মোকছেদ আলীর অসমাপ্ত কাজগুলো শেষ করার জন্য সকলের সহযোগিতা চাই।