আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে উপজেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের সভা অনুষ্ঠিত হয়েছে।
নেটওয়ার্ক অব নন মেইনষ্ট্রিমড মার্জিনালাইজড কমিউনিটিজ ফাউন্ডেশন (এএনএমসি)’র সহযোগিতায় ১৩ মার্চ বুধবার সকাল ১১টায় ডোমার ডাকবাংলো হলরুমে এনএনএমসি’র উপজেলা শাখার সভাপতি তৌহিদা জ্যোতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের সভাপতি অ্যাড. রমেন্দ্র বর্ন্ধন বাপী। বিশেষ অতিথি হিসাবে, ডোমার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, অ্যাডভোকেসি অফিসার পাপন কুমার সরকার, কো-অর্ডিনেটর নূরল আলম শুভ, প্লাটফর্মের উপদেষ্টা প্রভাষক জাকির প্রধান, শিক্ষিকা হোসনেআরা বেগম, সাংবাদিক আনিছুর রহমান মানিক উপস্থিত ছিলেন। এ ছাড়াও সংগঠনের সদস্য আব্দুল হাই, রতন ভুইমালী প্রমূখ বক্তব্য রাখেন। শেষে ডোমার অ্যাডভোকেসি প্লাটফর্মের সদস্য বেগম রৌশন কানিজ ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ায় সকল সহস্যগণ ফুলের তোরা দিয়ে সংবর্ধনা জানান।