আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেলো নবম শ্রেণির ছাত্রী জেসমিন আক্তার (১৫)।ঘটনাটি ঘটেছে, উপজেলার হরিণচড়া ইউনিয়নের উত্তর হরিণচড়া বটতলী বাজার ধনীপাড়া গ্রামে।
জানা যায়, উক্ত গ্রামের মৃত আইনুল হকের নাতনী ও জহুরুল হকের স্কুল পড়ুয়া কন্যা বোড়াগাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী জেসমিন আক্তারের সাথে নীলফামারী সদর উপজেলার সহিদুল ইসলামের ছেলে সোহেল রানার বৃহস্পতিবার (৪জুলাই) রাতে বিয়ের কথা ছিল। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম ও ইউপি সদস্য মাহাবুর আলমকে দুপুরে বিয়ে বাড়ীতে পাঠিয়ে দিয়ে কনের বাবা ও পরিবারের লোকদের বুঝিয়ে তারা বিয়ের গেট ও প্যান্ডেল খুলে নেয়ার অনুরোধ করে এবং বিয়ে বন্ধ করে দেয়। নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।