আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
“রক্ত মোরা করবো দান, বাঁচে যদি একটি প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমার আমবাড়ীতে (একটি স্বেচ্ছাসেবী সংগঠন) ‘আলোর মিছিল’ এর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুলাই) সকাল ১১টায় উপজেলার গোমনাতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান চৌধুরী সাজুর বাস ভবনে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গোমনাতী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম দুলু, বিশেষ অতিথি হিসেবে বামুনিয়া ইউপি চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট, ডাঃ মাহবুবুল আলম চৌধুরী, আলোর মিছিলের সভাপতি মুহাম্মদ সিদ্দিক আলম, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, প্রধান উপদেষ্টা ইউপি সদস্য শফিকুল ইসলাম, সমন্বয়কারী শামিমুর রশিদ বুলবুল, সদস্য মনিরুজ্জামান আঙ্গুর প্রমুখ বক্তব্য রাখেন। উক্ত ক্যাম্পে রংপুর, দিনাজপুর, নীলফামারী ও সৈয়দপুর থেকে আসা মেডিসিন, শিশু, নাক,কান,গলা, গাইনী, চক্ষু ও দন্ত বিভাগের ১৪জন ডাক্তারের সম্বনয়ে ২হাজার রোগীর চিকিৎসা সেবা ও ব্যবস্থাপনা প্রদান করেন। এ ছাড়াও ২শত জন রোগীর ডায়াবেটিক পরীক্ষা ও ৪শ’ জন ব্যক্তির রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। আলোর মিছিলের এ ধরনের উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে।