আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে আরসিসি রাস্তা নির্মাণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
তরুণ নাগরিক ঐক্য পরিষদ আয়োজিত সোমবার (২২ জুলাই) সকাল ১১ টায় ডোমার বাজার রেলঘুন্টির মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধনে এলাকার শত শত মানুষ একত্বতা ঘোষণা করেন। তরুণ নাগরিক ঐক্য পরিষদের আহবায়ক এসকে সোহেলের সভাপতিত্বে কমরেড মফিজার রহমান দুলাল, অধ্যক্ষ মেহেদী হাসান মুক্তি, প্রভাষক আবু ফাত্তাহ কামাল পাখী, জাকির প্রধান, সাংবাদিক আনিছুর রহমান মানিক, আব্দুল্লাহ আল মামুন সোহাগ, ইয়াছিন মোহাম্মদ সিথুর, রাশেদুল ইসলাম আপেল, ডাঃ তুহিন ইবনে হাদি, তরুণ নাগরিক ঐক্য পরিষদের যুগ্ন আহবায়ক সুজন রানা, আসিফ ইকবাল মামুন, সুমন ইসলাম আজিজ প্রমুখ বক্তব্য রাখেন। বক্তগণ মাদ্রাসার মোড় থেকে শুরু করে ডোমার বাজার হয়ে উপজেলার মোড় পর্যন্ত দ্রুত আরসিসি রাস্তা নির্মাণসহ ওই রাস্তা দিয়ে ১০চাকার ট্রাক চলাচল বন্ধের জোর দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন তারা।