আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে হাসপাতাল থেকে ৫০ বছর বয়সী এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত সোমবার (৪ মার্চ) সকালে ডোমার রেল স্টেশন হতে গুরুতর অসুস্থ অবস্থায় এক বৃদ্ধকে ডোমার ফায়ার স্টেশনের সদস্যগণ তুলে নিয়ে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসা চলাকালীন ৩দিন পর শুক্রবার বিকালে তিনি মারা যান।
হাসপাতালের ডাঃ রায়হান বারী বিষটি থানায় জানালে, ডোমার থানার এসআই রেজাউল করিম হাসপাতালে গিয়ে লাশের সুরতাহাল শেষে পরিচয় জানার চেষ্টা করলে, ফায়ার স্টেশনের সদস্য জানান, তিনি বেঁচে থাকা কালীন নাম লাভলু, পিতা মৃত- মোকছুদার রহমান বাড়ী- হারাগাছ রংপুর জানান। শেষে লাশটি থানায় নিয়ে আসে।
ডাঃ রায়হান বারী জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোকছেদ আলী জানান, ডাক্তারের তথ্য মতে লাশটি উদ্ধার করি। আগামীকাল ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হবে। কোন ব্যক্তি লাশটি চিনতে পাড়লে -০১৭২৩-৩০৯৪৬৬ নাম্বারে জানানোর জন্য অনুরোধ করেন তিনি। এ বিষয়ে ডোমার থানায় একটি ইউডি মামলা নং-০৩, তারিখ- ০৪/০৭/১৯ দায়ের করেন পুলিশ।