জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
ঝিনাইদহ ২২ মে ঝিনাইদহ পৌরসভার ২০১৯-২০ অর্থবছরের বাজেট প্রণয়নে তৃণমূল জনগণের মতামত গ্রহণের লক্ষ্যে বুধবার সকালে উন্মুক্ত প্রাক বাজেট আলোচনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নারীর ক্ষমতায়নে বাজেট বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন জনিত ঝুকি মোকাবেলায় বাজেট ব্যয়, ড্রেন ও রাস্তা সংস্কার এবং নির্মান ব্যয় বৃদ্ধি, মশা নিধনের বরাদ্দ বৃদ্ধি, ওয়ার্ড ভিত্তিক বাজেট প্রণয়ন ও হতদরিদ্র শিশুদের জন্য বিশেষ বরাদ্ধের দাবি জানানো হয়। সভায় সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি)’র কনসালট্যান্ট ড. ফাহমিদা খাতুন বলেন, উন্নয়নমূলক কাজের যারা অংশীদার তাদের মতামত নেয়াই প্রকৃত উন্নয়ন। সরকারি বাজেট অনুয়ায়ী কোন্ কোন্ খাতে উন্নয়ন হবে এবং কিভাবে সরকার সে খাতে ব্যয় করছে সেটাও নাগরিক হিসেবে দেখভাল করার দায়িত্ব রয়েছে। যেটির উদাহরণ আজকের এ উন্মুক্ত প্রাক্ বাজেট আলোচনা অনুষ্ঠান। সচেতন নাগরিক কমিটি (সনাক), ঝিনাইদহের সহযোগিতায় এবং ঝিনাইদহ পৌরসভার আয়োজনে স্থানীয় ডা. কে আহম্মদ কমিউনিটি হলের অনুষ্ঠানে জনগণের সাথে নিবিড়ভাবে মতবিনিময় করেন মেয়র সাইদুল করিম মিন্টু ও কাউন্সিলরবৃন্দ। উন্মুক্ত প্রাক বাজেট আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। সভাপতিত্ব করেন সনাক সভাপতি মো: সায়েদুল আলম। সঞ্চালনা করেন সনাক এর স্থানীয় সরকার উপ-কমিটির আহবায়ক এন.এম. শাহজালাল। মূল্যবান বক্তব্য দেন সনাক সদস্য মো: আবু তাহের, প্যানেল মেয়র ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ ফারহানা রেজা আঞ্জু ও কাউন্সিলর সাইফুল ইসলাম মধু প্রমুখ। অনুষ্ঠানে পৌর কর্তৃপক্ষ চুড়ান্ত বাজেটে নারী উদ্যোক্তা সম্প্রসারণেন জন্য বাজেট বৃদ্ধি, ড্রেন ও রাস্তা সংস্কার, মশা নিধনে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, নবগঙ্গার পাশে বসার ব্যবস্থাসহ ইউজিআইপি-৪ প্রকল্প অনুমোদন স্বাপেক্ষে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। এছাড়াও অন্যান্য মতামত, পরামর্শ ও দাবিসমূহকে চুড়ান্ত বাজেটে যথাযথ গুরুত্বসহকারে বিবেচনার প্রত্যাশা ব্যক্ত করেন।