ঝিনাইদহ প্রতিনিধি >>
ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটী নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন নাছিম উদ্দীন রিংকু (২২) নামে এক যুবক। তিনি কাস্টসাগরা গ্রামের পরিচিত মুখ সাবেক মেম্বার মুসা মিয়ার ছেলে। তার আরেক ছেলে রিজভি (৯) মুমূর্ষু অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় রিংকু তার ছোট ভাই রিজভী ও ভাগ্নেকে নিয়ে ঘুরতে বের হয়। পোড়াহাটী নামক স্থানে পৌঁছালে তাদের মোটরসাইকেলের সাথে একটি ট্রাকের ধাক্কা লাগে। এতে তিন মোটরসাইকেল আরোহী আহত হন। এর মধ্যে রিংকু ও তার ভাই রিজভী গুরুতর ভাবে আহত হয়। বড় ভাই রিংকুকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ও পরে ফরিদপুর নিয়ে যাওয়ার পথে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মৃত্যুবরণ করেন। ছোট ভাই রিজভী গুরুতর অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থাও ভাল না। এদিকে শুক্রবার জুম্মা বাদ কাস্টসাগরা গ্রামে নামাজে জানাযা শেষে নাছিম উদ্দীন রিংকুকে দাফন করা হয়। ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ মসিউর রহমান ও ঝিনাইদহ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এ্যড. আব্দুল আলীম এক বিবৃতিতে নাছিম উদ্দীন রিংকুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।