ঝিনাইদহ প্রতিনিধি>>
ঝিনাইদহে দেশীয় অস্ত্রসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সদর উপজেলার পরানপুর ও চন্দ্রযানী গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকরা হল-, আমিন শেখ, সবেদ আলী, ফরিদুল ইসলাম, ফরিদুল ইসলাম, মাসুদুর রহমান, তুরাব আলী, মওদুদ মিয়া, জসিম বিশ্বাস, ফিরোজ ও আব্দুল মুন্সি, শাখাওয়াত হোসেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান খান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার পরানপুর গ্রামে মঙ্গলবার দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১৫ জন আহত হয়, ভাংচুর করা হয় ১৫ টি বাড়িঘর। এরই জের ধরে রাতে আবারো দু’পক্ষ ঢাল, সুড়কি, বল্লম, টেটা নিয়ে মহড়া শুরু করে। খবর পেয়ে পুলিশ রাতভর অভিযান চালিয়ে ৫ টি ঢাল, ১০ টি বল্লম, ৮ টেটা উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় ১০ জনকে। ওই এলাকায় সংঘর্ষ এড়াতে বর্তমানে পুলিশ মোতায়েন করা হয়েছে।