
জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
ঝিনাইদহে বিদেশী পিস্তল ও গুলিসহ বিষয়খালী এলাকার ডাকাত সর্দার সোহরাব হোসেনকে আটক করেছে পুলিশ। আটক সোহরাব হোসেন সদর উপজেলার বিষয়খালী এলাকার কেশবপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। সোমবার দুপুরে সদর উপজেলার বিষয়খালী এলাকা থেকে তাকে আটক করা হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খাঁন জানান, সোমবার দুপুরে সদর উপজেলার বিষয়খালী এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় অন্যান্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে আটক করা হয় সোহরাব হোসেনকে। পরে তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক সোহরাব হোসেনের নামে ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন থানায় ৯ টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।