ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কাঞ্চননগর মডেল স্কুল এ্যাণ্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে স্কুল প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাড. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, জেলা শিক্ষা অফিসার সুশান্ত কুমার দেব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম এ আরিফ সরকার, প্রাক্তণ প্রধান শিক্ষক এ্যাড. বিশ্বেশ্বর বিশ্বাস। অনুষ্ঠান পরিচালনা করেন কাঞ্চননগর মডেল স্কুল এ্যাণ্ড কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।