
আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: জামালপুরে ব্র্যাকের প্রজনন স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৮ ডিসেম্বর জামালপুর শহরের চালাপাড়া এলাকায় জামালপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলের মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্র্যাক জামালপুর এর জেলা সমন্বয়কারী মো. মুনীর হুসাইন খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর তাসলিমা আক্তার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার কাউন্সিলর মাসুদ করিম ও সহকারী অধ্যাপক তারিকুল ফেরদৌস। উক্ত কর্মশালায় ব্র্যাকের ইউথ গ্রুপের সদস্য, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। কর্মশালায় আলোচক শামিমা খান, সাংবাদিক আবু সায়েম, এনজিও কর্মকর্তা খোরশেদ আলম, টিআইবির ম্যানেজার আরিফুল ইসলাম, উন্নয়ন কর্মী বিডাবলিওএইচসি এর মোঃ রেজাউল করিমসহ বক্তারা বয়ঃসন্ধি কালের কিশোর- কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং সুরক্ষা বিষয়ক আলোচনার পাশাপাশি বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, গ্রামে উঠান বৈঠকসহ পৌরসভার মাধ্যমেও জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণের গুরুত্ব আরোপ ও মোবাইল অ্যাপস এর মাধ্যমে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে এই সেবা সমুহের প্রতি গুরুত্ব আরোপ করা হয়। কর্মশালাটি পরিচালনা করেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট ইউথ মোবিলাইজার জামালপুর কাকলী আক্তার।