আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
ডোমার উপজেলার টিলাহাটি ভোগডাবুরী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ল্যাম্বের মহিলা মাঠ কর্মীর সাথে আপত্তিকর অবস্থায় ডোমার সেভেন ষ্টার ক্লিনিকের মানেজার জাহিদ আটক।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই মাঠকর্মী সেভেন ষ্টার ক্লিনিকে রুগী দেয়ার সুবাদে দীর্ঘদিন যাবত সখ্যতা গড়ে তুলে জাহিদ। ঘটনার দিন শুক্রবার অফিস বন্ধ থাকা সত্বেও দুপুরে ভোগডাবুরী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের দ্বিতীয় তলায় একটি রুমে জাহিদ ও মাঠকর্মী দীর্ঘক্ষণ ধরে অবস্থান করায় এলাকাবাসীর সন্দেহ হলে স্থানীয় ইলিয়াস হোসেনসহ দুই যুবক স্বাস্থ্য কেন্দ্রে যায়, সেখানে গিয়ে তাদের আপত্তিকর অবস্থায় আটক করে। ভিতরে কে আছে জানতে চাইলে মাঠকর্মী বিষয়টি অস্বীকার করে রুমে তালা লাগিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। পরে এলাকাবাসী জোরপূর্বক তালা খুলে দেখে জাহিদ টয়লেটে লুকিয়ে আছে। এ নিয়ে এলাকায় তোলপার শুরু হয়। ওই সময় ম্যানেজার জাহিদ আটককারীদের হাত,পা ধরে ক্ষমা চেয়ে বিষয়টি রফাদফা করে কৌশলে সটকে পড়ে।
ল্যাম্বের ওই মাঠ কর্মী বলেন, একটি রুগীর আসার কথা তাই স্বাস্থ্য কেন্দ্রে এসেছি। জাহিদ ভাই রুগীর খোঁজ খবর নিতে এসে পানি খাওয়ার জন্য আমার রুমে আসে। আমি স্থানীয়দের দেখে ভয়ে জাহিদ ভাইকে রুমের ভিতরে রেখে তালা দিয়েছি।
ভোগডাবুরী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ইনচার্জ ডাঃ তারিকুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ম্যানেজার জাহিদের মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সাংবাদিকের পরিচয় পেয়ে ফোন কেটে দেয়ায় তার বক্তব্য জানা যায় নি।।