কামরুল হক চৌধুরী : চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ এসআই-এর পদক পেলেন দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক মোঃ আনোয়ার হোসেন। এর আগে তিনি জেলা পর্যায়েও শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন। মাদকদ্রব্য উদ্ধার, ইভটিজিং, গ্রেফতারী পরোয়ানা তামিল এবং মামলা তদন্তে সঠিকভাবে দায়িত্ব পালন করায় তাকে এই পদক, সম্মানীভাতা, সনদপত্র প্রদান করা হয়।
গতকাল (১৮ এপ্রিল ২০১৯ খ্রি. ) চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে তাকে এই পদক প্রদান করা হয়। এসময় চট্টগ্রাম বিভাগের ডিআইজি, কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শ্রেষ্ঠ এসআই আনোয়ার হোসেন অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলে, “ডিআইজি স্যার এবং এসপি স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম স্যারের নির্দেশনা এবং পরামর্শ আমার এ পদক পাওয়ার ক্ষেত্রে সহায়ক হয়েছে। এ পদক পাওয়ায় আমার আত্মবিশ্বাস আরো বেড়ে গেল। এখন আমাকে আরো নব উদ্যমে কাজে নেমে যেতে হবে।”
এসআই আনোয়ার হোসেন ২০০৩ সালে পুলিশ বিভাগে যোগদানের মধ্য দিয়ে তিনি তার কর্মজীবন শুরু করেন। আনোয়ার হোসেন নরসিংদী জেলার রায়পুরা থানার মাহমুদাবাদ গ্রামের মৃত জিন্নত আলী মাস্টারের পুত্র।