মো. ইব্রাহিম খলিল:
কুমিল্লার হোমনা উপজেলার ঘনিয়ারচর উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৭ জানুয়ারি) ঘনিয়ারচর উচ্চ বিদ্যালয় মাঠে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হারুন-অর- রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও কুমিল্লা জেলা পরিষদের সদস্য মোহাম্মদ মকবুল হোসেন পাঠান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মোবারক করিম।
এসময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ইব্রাহিম খলিল, পিটিএ সভাপতি মো. মনিরুল হক সরকার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান ভূঁইয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. মানিক মিয়া, কাউছার আহাম্মদ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সি.শি. মো. আবুল বাশার এবং সহকারী শিক্ষক মো. নজরুল ইসলাম। ক্রীড়া পরিচালনায় ছিলেন শরীরচর্চা শিক্ষক মো.
আল-আমিন এবং সার্বিক সহযোগিতায় ছিলেন সি.শি মো. শফিকুর রহমান, মো. জোবায়ের, তাজুল ইসলাম, মো. ইসমাইল এবং মো. ইয়াছিন মিয়া।