গাইবান্ধায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

শেখ মোঃ সাইফুল ইসলাম গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা পুলিশের বর্ণাঢ্য আয়োজনে,পুলিশই জনতা জনতাই পুলিশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ সকাল ১০ টায় গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণে জেলার সকল স্তরের পুলিশ কর্মকর্তা ও সাংবাদিক নেতৃবৃন্দ, সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি ইকবাল , গাইবান্ধার পুলিশ সুপার মোঃ তৌহিদুল ইসলাম, সদর থানা অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার, গন উন্নয়ন এর নির্বাহী পরিচালক আব্দুস সালাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, বাংলাদেশ আওয়ামী লীগের গাইবান্ধা জেলা শাখার সভাপতি সৈয়দ শামসুল আলম হিরু, সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক, পৌর পিতা অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলনসহ পৌরসভার কমিশনারবৃন্দ উপস্থিত ছিলেন। রংপুর রেঞ্জের ডিআইজি কেক কাটার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বিভিন্ন শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে শিল্পকলা একাডেমীতে আজকের অনুষ্ঠানের র্যালি শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। গণ উন্নয়ন এর নির্বাহী পরিচালক আবদুস সালামের সভাপতিত্বে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে বিকাল ৪ টায় পুলিশ লাইনে ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। সকল স্তরের মানুষকে আমন্ত্রণ জানিয়েছে দেখার জন্য। প্রীতি ম্যাচ ফুটবল টুর্নামেন্টের শেষে আতশবাজি ফোটানের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের মুলতবি ঘোষণা করা হবে বলে জানান জেলা পুলিশ কর্তৃপক্ষ।