ক্রাইম পেট্রোল ডেস্ক : গতকাল সোমবার গাইবান্ধায় ডিবি পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ি মো. সাদ্দাম হোসেন (২০) কে ১১৫ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। আটক মো. সাদ্দাম হোসেন গাইবান্ধা জেলার সদর থানার পশ্চিম রাধাকৃষ্ণপুর গ্রামের মো. মোহাম্মদ আলীর ছেলে।
ডিবি সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম গাইবান্ধা সদর থানাধীন ০৮ নং বোয়ালী ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডস্থ রাধাকৃষ্ণপুর আল আকসা মসজিদের পার্শ্বে রাস্তার উপর থেকে ইয়াবা ব্যবসায়ি মো. সাদ্দাম হোসেন(২০)কে ১১৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ৩৪ হাজার ৫ শ’ টাকা।পরবর্তীতে আসামী নাহিদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা রুজু করা হয়েছে।