গাইবান্ধায় গুজবে লাগামহীন লবণের বাজার , লবণ ক্রয়ে ব্যস্ত জনগণ
[youtube]nO7Zzhcb9fU[/youtube]
শেখ মো: সাইফুল ইসলাম, জেলা প্রতিনিধি:
গাইবান্ধায় পাইকারি মুদি দোকান গুলোতে লবণের মূল্য বৃদ্ধির গুজবের কারণে দোকানগুলোতে উপচেপড়া ভিড় । সাধারণ জনগণ পেঁয়াজের মত বিপদে না পড়ার জন্য লবন ক্রয় করতে ব্যস্ত হয়ে পড়েছেন । গতকাল বিকালে সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা, মজুমদার, পৌর বাজার, শোভাগঞ্জ বাজারসহ বিভিন্ন জায়গায় দেখা গেছে লবণ ক্রয় করার জন্য ছুটে আসছে গ্রাম -গঞ্জের মহিলাসহ ছোট বড় অনেকেই । বিষয়টি নিশ্চিত করার জন্য মোবাইল ফোনে বিভিন্ন হাট বাজারে যোগাযোগ করা হলে পেঁয়াজের মত লবণের দাম লাগামহীন বৃদ্ধির গুজবের খবর সাধারণ জনগণ জানতে পেরে লবণের জন্য বিভিন্ন দোকানে ছোটা ছুটি করতে দেখা গেছে । লবনের দাম যাচাই করতে ক্রাইম পেট্রোলের একটি টিম মাঠে গিয়ে কয়েকটি দোকানে কথা বলেন । একপর্যায়ে সুন্দরগঞ্জ উপজেলার চৌধুরী বাজার মাহবুবুর রহমানের মুদি দোকানে ক্রাইম পেট্রোলের প্রতিনিধি লবণ বিক্রয়ের ছবি তুলতে চাইলে দোকানের কর্মচারী শাহিন মিয়া ক্রাইম পেট্রোল২৪কম প্রতিনিধি শেখ মো: সাইফুল ইসলামকে ধাক্কা মেরে বলেন, কোনো প্রকার লবণের ছবি তোলা যাবেনা । বর্তমানে বাজারে লবণের সংকট বলে জানান অনেক খুচরা বিক্রেতা ও ব্যবসায়ীরা। এমনকি তারাও অভিযোগ করে বলেন, বড় পাইকারি ব্যবসায়ীদের নিকট আগে থেকেই লবণের প্রতি বস্তায় দাম বৃদ্ধি ৩/৪ শত টাকা, এখনো লবনের বাজার স্থির নয় বলে জানান তারা । এদিকে লবণের দাম বৃদ্ধির গুজব ছাড়ার বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভৃমি কর্মকর্তা রাসেল মিয়ার সঙ্গে মুঠফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, লবণের দাম বৃদ্ধি পায়নি, গুজব ছড়িয়ে সাধারণ জনগণকে হয়রানি করার জন্য গুজব উঠেছে, সে জন্য উপজেলা প্রশাসন হাট বাজারগুলোতে ব্যাপক নজরদারী রেখেছেন।