গাইবান্ধায় ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ
মো: আনিছুল করিম,গাইবান্ধা জেলা,বিশেষ প্রতিনিধি:

গাইবান্ধায় ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পে নবনিয়োগকৃত ফিল্ড সুপারভাইজার ও মাঠ সহকারীদের দুই দিনব্যাপি ওরিয়েন্টেশন প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) গাইবান্ধা সার্কিট হাউজ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন।
আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর কবির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আমার বাড়ি আমার খামার প্রকল্পের জেলা প্রকল্প সমন্বয়কারি মাকসুদার রহমান, নুরন্নাহার বেগমসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা।
কর্মশালায় ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের ১০০ জন সহকারী অংশ নেন।