
ক্রাইম পেট্রোল ডেস্কঃ খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৮০ বোতল ফেন্সিডিল, ৩২ পিস ইয়াবা ট্যাবলেট, ২০ গ্রাম গাঁজা এবং ০৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ৬ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার, কানাই লাল সরকার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(সদর), মিডিয়া এণ্ড কমিউনিটি পুলিশিং, খুলনা মেট্রোপলিটন পুলিশ, খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) মোঃ বাবুল হোসেন(৩২), পিতা-মোঃ লাল মিয়া, সাং-তিতকাঠা, ইউপি-বড়বিঘাই, থানা ও জেলা-পটুয়াখালী, এ/পি সাং-আলমনগর পোড়া মসজিদ, বিআইডিসি রোড, আবুল কালাম এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-খালিশপুর; ২) মোঃ লিয়াকত হোসেন(৫০), পিতা-মৃতঃ শের আলী, সাং-বয়রা বাজার মসজিদ রোড, শেরের মোড়, থানা-সোনাডাঙ্গা মাডেল; ৩) মোঃ মোরাদ হোসেন(৫৭), পিতা-মৃতঃ খোদাবক্স, সাং-৯নং টিবি ক্রস রোড, থানা-খুলনা সদর; ৪) মোঃ সাইফুল আলী মেল্লা(৪০), পিতা-খোরশেদ আলী মোল্লা, সাং-বাতিভিটা পথের বাজার , থানা-দিঘলিয়া, জেলা-খুলনা সদর, এ/পি সাং-উত্তর কাশিপুর, মতিয়ারের বাড়ীর ভাড়াটিয়া, থানা-খালিশপুর; ৫) মোঃ মিলন হোসেন(২৮), পিতা-মৃতঃ চাঁন মিয়া সরদার, সাং-ফরিদপুর , থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশাল, এ/পি সাং-বড় বয়রা মধ্যপাড়া, মোঃ টুকুর বাড়ীর ভাড়াটিয়া, থানা-খালিশপুর এবং ৬) মোঃ রাজু(৩১), পিতা-মৃতঃ আঃ মান্নান, সাং-বাউকাঠি, থানা-ঝালকাঠি সদর, জেলা-ঝালকাঠি, এ/পি সাং-আঞ্জুমান রোড, আমতলা, নেছার চেয়ারম্যানের বাড়ীর ভাড়াটিয়া, থানা-দৌলতপুর, খুলনা মহানগরীদের কে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৮০ বোতল ফেন্সিডিল, ৩২ পিস ইয়াবা ট্যাবলেট, ২০ গ্রাম গাঁজা এবং ০৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদ আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৬ টি মাদক মামলা রুজু করা হয়েছে।