ক্রাইম পেট্রোল ডেস্ক:
কেএমপি’র সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ জন অনলাইন জু’য়াড়িকে গ্রে’ফতার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার, কেএমপি’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. রাত ২২:১০ টার সময় সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের একটি টিম কর্তৃক অভিযান চালিয়ে উক্ত থানাধীন পল্লীমঙ্গল স্কুলের পাশে মোবাইল ফোন ব্যবহার করে অনলাইনে জুয়া খেলার সময় জু’য়াড়ি ১) মোঃ আহাদ মোল্লা(২০), পিতা-মোঃ লাভলু মোল্লা, সাং-পল্লীমঙ্গল; ২) মোঃ রমজান ফরাজী(২৩), পিতা-হাসান ফরাজী, সাং-পৈপাড়া চশমাওয়ালার মোড়; ৩)মোঃ আসিফ(১৯), পিতা-আনোয়ার সরদার, সাং-গোবরচাকা বউবাজার এবং ৪) মোঃ সজল(২৩), পিতা-মোঃ শফিউদ্দিন দফাদার, সাং-পল্লীমঙ্গল, সর্ব থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগরীদেরকে গ্রে’ফতার করা হয়। গ্রেফতারকৃত অনলাইন জু’য়াড়িদের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানার নন এফআইআর নং-৩১০/২০২৩, তারিখ-২১/০৯/২০২৩ ইং, ধারা-৯৫ কেএমপি অর্ডিন্যান্স দাখিল করা হয়েছে।