রফিকুল ইসলাম, কুষ্টিয়া থেকে : মঙ্গলবার দুপুরের দিকে কুষ্টিয়া ডিবি পুলিশের একটি চৌকস দল মাদক বিরোধী অভিযান চালিয়ে কুষ্টিয়া সদর উপজেলা থেকে ইয়াবাসহ কুতুবুল আলম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে কুষ্টিয়া ডিবি পুলিশের এস.আই মোঃ আব্দুল হালিম, এস.আই তৌহিদুল আনোয়ার চৌধুরী, এ.এস.আই মোঃ আব্দুর রশিদ ও এ.এস.আই মোঃ জোবায়ের হোসেন কুষ্টিয়া মডেল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৩০ পিস ইয়াবাসহ মোঃ কুতুবুল আলমকে আটক করে।
আটক মাদক ব্যবসায়ী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার খাস কররা বাজারপাড়া এলাকার মৃত ছানোয়ার হোসেনের পুত্র। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছিল।