
মোসারফ হোসেন, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় কলাগাছিয়া এম এ উচ্চ বিদ্যালয়ে ২০১৯ সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ, দোয়া, আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিদ্যালয়ের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গাজীপপুর রাজেন্দ্রপুর সেনানিবাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপসচিব মোহাম্মদ মোজাম্মেল হক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাগাছিয়া এম এ উচ্চ বিদ্যালয়ের আধুনিক রূপকার পাঁচ বারের সফল ম্যানেজিং কমিটির সভাপতি ঢাকা বিসিআইসি কলেজের অধ্যাপক মীর মোহাম্মদ মাসুদুজ্জামান, হোমনা প্রেসক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকার, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মো. শামীম আহমেদ, কৃষ্ণপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও হোমনা উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, বিদ্যালয়ের দাতা সদস্য বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ মাহমুদুল হাসান, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য স্বপন দেবনাথ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. এরশাদ মিয়া, মুক্তিযোদ্ধা সাবেক ম্যানেজিং কমিটির সদস্য মো. হুমায়ুন কবির, মুক্তিযোদ্ধা মো.সামুল হক, কৃষিবিদ মো.আল আমিন, ছাত্র-ছাত্রীদের পক্ষে খন্দকার যোবাইদা নুর তাসনিম,পরীক্ষার্থীদের পক্ষে সাদিয়া ইসলাম প্রমুখ।
পরে শিক্ষার্থীদের মাঝে মনোয়ারা বশির ফাউন্ডেশনে পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং
মাওলানা ইসহাক পরীক্ষার্থীদের সাফল্য কামনায় মিলাদ পাঠ ও মোনাজাত করেন।