
ঝিনাইদহ প্রতিনিধি :
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের পক্ষ থেকে নির্বাচনী এলাকায় ৫ হাজার মাস্ক বিতরণ করা হয়। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে কালীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এ মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ¦ মাহবুবার রহমান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তোতা, যুগ্ম আহ্বায়ক জবেদ আলী, স্বেচ্ছাসেবক দলের উপজেলা সভাপতি তোফাজ্জেল হোসেন তপন, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মারুফ বিল্লাহ প্রমুখ। এসময় সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে না আসার অনুরোধ জানানো হয়। করোনা ভাইরাসের মহামারী থেকে বাঁচতে সকলকে সচেতন হওয়ার আহবান করা হয়।