
রফিকুল ইসলাম : শনিবার সকাল ১০টার দিকে আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে মিরপুর উপজেলা জাসদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলী এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদের কেন্দ্রীয় সদস্য মোঃ আব্দুল্লাহ। উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাসদের সহ-সভাপতি ও আমবাড়িয়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন।
সভায় আরো উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা জাসদের সহ-সভাপতি ও মালিহাদ ইউপি’র সাবেক চেয়ারম্যান বদর উদ্দিন ভদু এবং উপজেলা জাসদ ও বিভিন্ন ইউনিয়ন জাসদের অন্যান্য নেতা-কর্মীবৃন্দ।