অবশেষে জামালপুরের সেই ডিসি’র মনোরঞ্জনকারী সাধনা বরখাস্ত

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম : জামালপুরের সাবেক জেলা প্রশাসকের (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট কবীর আহমেদের সঙ্গে আপত্তিকর ভিডিও যোগাযোগমাধ্যমে ভাইরালের ঘটনা প্রমাণিত হওয়ায় চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহায়ক সানজিদা ইয়াসমীন সাধনাকে। মঙ্গলবার (২২ অক্টোবর) বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক তাকে বরখাস্ত করেন। সেই সাথে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।
জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজিব কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে জানান, সাবেক জেলা প্রশাসক আহমেদ কবীরের সাথে আপত্তিকর ভিডিও ও যোগাযোগমাধ্যমে তা ভাইরালের ঘটনা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় সানজিদাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সাথে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, গত ২২ আগস্ট অফিস সহায়ক সানজিদা ইয়াসমীন সাধনার সাথে অফিসের খাস কামড়ায় আপত্তিকর ভিডিও ভাইরাল হলে ২৬ আগস্ট সাবেক জেলা প্রশাসক আহমেদ কবীরকে ওএসডি করা হয়। এরপর মন্ত্রীপরিষদ বিভাগের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আহমেদ কবীরকে ২৫ সেপ্টেম্বর সাময়িক বরখাস্ত করে সরকার।