ক্রাইম পেট্রোল ডেস্ক:
বগুড়ার কৃতী সন্তান ও এপিবিএন, হেডকোয়ার্টার্স, উত্তরা, ঢাকা এর অতিরিক্ত পুলিশ সুপার (ইণ্টেলিজেন্স) মো. ফজলুল করিমকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে।
আজ ২৮ আগস্ট, ২০২৩ খ্রি. তারিখ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম- (বার), পিপিএম, ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ, হেডকোয়ার্টারস, ঢাকা এর নির্দেশে মোহাম্মদ আনোয়ার হোসেন, (বিপিএম-বার), অ্যাডিশনাল ডিআইজি ( পার্সোনেল ম্যানেজমেণ্ট-১), পুলিশ হেডকোয়ার্টারস, ঢাকা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
জানা গেছে, মো. ফজলুল করিম বিসিএস ৩৩ ফোরামের পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে ২০১৪ ইং সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। মৌলিক প্রশিক্ষণ শেষে আরএমপিতে সহকারী পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি এসি ফোর্স, এসি আরও, এসি এস্টেট, এসি সাপ্লাই, এসি পূর্ব, এসি ডিবি হিসেবে ২০১৯ ইং সালের মে মাসের ১২ তারিখ পর্যন্ত কর্মরত ছিলেন। ২০১৯ ইং সালের ১৮ মে (হোমনা-মেঘনা সার্কেল) এএসপি হিসেবে যোগদান করেন। ২০২১ ইং সালের ২ মে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে ১ এপিবিএন উত্তরা, ঢাকায় পদায়ন হন। ২০২২ সালে প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ তাকে বাংলাদেশ পুলিশের প্রেস্টিজিয়াস ” প্রেসিডেন্ট পুলিশ পদকে (পিপিএম-সেবা)” ভূষিত করা হয় । ২০২০ সালেও হোমনা সার্কেল, কুমিল্লায় কাজের স্বীকৃতিস্বরূপ A ক্যাটাগরিতে আইজিপি ব্যাজ পেয়েছিলেন পুলিশের এই কর্মকর্তা ।
প্রসঙ্গত, হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র এএসপি হিসেব মো. ফজলুল করিম তার মেধা, সততা, শ্রম ও আন্তরিকতার মাধ্যমে হোমনা-মেঘনার মানুষের অন্তরে জায়গা করে নিয়েছিলেন। আপন করে নিয়েছিলেন হোমনা-মেঘনার মাটি ও মানুষকে। তিনি একজন মেধাবী ,বিনয়ী ও বন্ধুবৎসল কর্মকর্তা। করোনাকালীন তিনি নিজ জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে নিরাপদে রাখার আপ্রাণ চেষ্টা করেছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রেও তার ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়।